close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

রাতের অন্ধকারে ঝান্টুর শেষ সম্ভব ট্রাক্টরে আগুন লাগিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

14 Vues· 17/05/25
Aminul Islam
Dans Crime

⁣ট্রাকটরের মালিক জান্টুর জীবনের শেষ সম্পদ টুকুতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় অসহায় হয়ে পরছে ঝান্টু ও তার পরিবার। চেয়েছেন আইনের সহায়তা দাবী করছেন দুর্বৃত্তদের সুষ্ঠ বিচার।

বৃহস্পতিবার রাতে ভোলা সদর দৌলতখান উপজেলা চর খলিফা ৫নং ওয়ার্ডে শিকদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
জানা যায়,বৃহস্পতিবার জান্টু জমির কাজ শেষ করে ট্রাকটি তার বাড়ির দরজায় রাখেন।
রাতের অন্ধকারে শব্দ শুনতে যে কে বা কারা যেন তার ট্রাকে আগুন লাগাচ্ছে। জান্টুর চিৎকার এবং ছুটে আসার শব্দ পেয়ে দুর্বৃত্তরা তৎক্ষণাৎ পালিয়ে যায়।
জান্টু বলেন, গতমাসে আমি প্রতিবেশি মাকসুদের চালক কে ,আমার গাড়ি চালানোর সুযোগ দেওয়ার কারণে, মাকসুদ ক্ষিপ্ত হয়ে একাধিকবার আমার সাথে ঝগড়াঝাটি করে, আমার ধারণা মাকসুদই আমার গাড়িতে আগুন লাগিয়েছে।

এবিষয়ে জান্টু বাদি হয়ে দৌলতখান থানায় মাকসুদের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করেন। এমন ঘটনায় তিব্র নিন্দা প্রকাশ করেন এলাকাবাসীও।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant