পুলিশের অভিযানে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার
শ্যামনগরে পুলিশের অভিযানে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার
রনজিৎ
বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের
এক অভিযানে রবিবার(২০ এপ্রিল) বেলা ১২.৩০মিনিটে নকিপুর মধ্যপাড়ার এক
পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর
থানা পুলিশ সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে এস
আই মিজান, এস আই আব্দুর রহিম সহ অন্যান্যদের উপস্থিতিতে উপজেলা সদরের
নকিপুর মধ্যপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে পুরানো প্লাস্টিকের
বস্তার মধ্যে রাখা অবস্থায় ৩৪ পিচ কাঠের বাট সহ হাসুয়া/রামদা উদ্ধার করা
হয়েছে। হাসুয়া গুলি অনুমান ২ ফুট লম্বা।
শ্যামনগর থানার অফিসার
ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত
অবস্থায় হাসুয়া গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে পাইলে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে।
Good