close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

التالي

প্রতিরক্ষা বাহিনীর আর্থিক শক্তি ও প্রস্তুতি নিশ্চিত করে হিসাব বিভাগ: রাজনাথ সিং

18 المشاهدات· 01/10/25
আই নিউজ বিডি ডেস্ক
0
في دولي

⁣ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেদেশের প্রতিরক্ষা হিসাব বিভাগের (Defence Accounts Department) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই বিভাগটিই আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষার মাধ্যমে সশস্ত্র বাহিনীর আর্থিক শক্তি এবং প্রস্তুতি (operational readiness) নিশ্চিত করে থাকে।


বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “প্রতিরক্ষা হিসাব বিভাগ তার আর্থিক পরামর্শ, অডিট, অ্যাকাউন্টিং এবং বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিরক্ষা পরিষেবাগুলোর আর্থিক मजबूती এবং প্রস্তুতি সুনিশ্চিত করে।”
প্রতিরক্ষা হিসাব বিভাগ হলো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি পুরোনো এবং গুরুত্বপূর্ণ বিভাগ, যা সেনাবাহিনীর আর্থিক লেনদেন, বেতন, পেনশন এবং সরঞ্জাম ক্রয়ের বাজেট ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন এক সময়ে এই বিভাগের প্রশংসা করলেন, যখন ভারত দ্রুততার সাথে নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের পথে হাঁটছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সঠিক বাজেট ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। প্রতিরক্ষা হিসাব বিভাগ সেই কাজটিই করে থাকে, যা সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সহায়তা করে।


রাজনাথ সিংয়ের এই বার্তা বিভাগটির কর্মীদের মনোবল বাড়াবে এবং প্রতিরক্ষা খাতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকারের গুরুত্বকেই তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي