次に

নতুন খেলায় মাতবেন ‘আরআরআর’ তারকা রাম চরণ, চালু করছেন আর্চারি প্রিমিয়ার লিগ

20 ビュー· 01/10/25


‘আরআরআর’ সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ এবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। অভিনয়ের পাশাপাশি এবার তিনি ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ভারতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘আর্চারি প্রিমিয়ার লিগ’ (Archery Premier League) চালু করার ঘোষণা দিয়েছেন এই তারকা।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন রাম Charan। তিনি লেখেন, “প্রথমবারের মতো আর্চারি প্রিমিয়ার লিগ চালু করতে পেরে আমি গর্বিত। এটি হবে সঠিক নিশানা, শক্তি এবং আবেগের এক দারুণ উদযাপন।”


পোস্টে তিনি আরও জানান, আগামী ২ অক্টোবর দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে এই লিগের উদ্বোধন হবে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত সনি লিভ (SonyLiv) প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।


ভারতে ক্রিকেট, ফুটবল বা কাবাডির মতো খেলার প্রিমিয়ার লিগ ব্যাপক জনপ্রিয় হলেও তিরন্দাজি বা আর্চারি নিয়ে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। ‘আরআরআর’ সিনেমায় রাম চরণের তিরন্দাজির দৃশ্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার বাস্তবেও সেই খেলার প্রসারে এগিয়ে এলেন তিনি।
চলচ্চিত্র তারকারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত হলে সেই খেলার জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। রাম চরণের মতো একজন বড় মাপের তারকার অংশগ্রহণে ভারতের আর্চারি এক নতুন মাত্রা পাবে বলে আশা করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に