اگلا

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

10 مناظر· 20/07/25
Bijoy Chandra Das
Bijoy Chandra Das
1 سبسکرائبرز
1
میں قومی

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজমিস্ত্রী সোহাগ মিয়া ঝুমা আক্তারকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার রাতে সোহাগ ও ঝুমা আক্তারের মাঝে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। দুজন একপর্যায়ে তাদের বাচ্চাটি ঝুমা আক্তারের পিতার কাছে রেখে পাশের ঘরে ঘুমাতে যায়।

মধ্যরাতে ছোট বাচ্চা তার মায়ের কাছে যেতে চাইলে ঝুমার পিতা পাশের ঘরে গিয়ে দেখেন সোহাগ ও ঝুমা আক্তারের মরদেহ রশিতে ঝুলন্ত অবস্থায় আছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

مزید دکھائیں

 1 تبصرے sort   ترتیب دیں


খায়রুল ইসলাম
খায়রুল ইসলাম پہلے 3 مہینے

চালিয়ে যান

0    0 جواب دیں۔
مزید دکھائیں

اگلا