- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
মুরাদনগরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মুরাদনগরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি গ্রামে মনির হোসেন হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও এলাকার নিরীহ মানুষদের ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ১৩ নম্বর মুরাদনগর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, আবু বক্কর, নিহত মনিরের স্ত্রী শাহিনা আক্তার, মোর্শেদা আক্তার মাসু ও উর্মি আক্তার। বক্তারা বলেন, চলতি বছরের ৩ জুলাই ইউছুফপুর গ্রামে ইবরাহীম ও শাহিদার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মনির হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তবে দুঃখজনকভাবে, মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। বরং মামলার বাদী ও সাক্ষীদের উপর নানাভাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত নিজাম, বাবুল, হালিম, সিয়াম ও সাব্বির বিভিন্ন সময়ে এসব মিথ্যা মামলা করে প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাসেল সওদাগর, জাকির হোসেন, মতি মিয়া, খোকন মিয়া, এরশাদ মিয়া, বাছির হোসেন, জুরু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান।