ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কুতুবদিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা"-২০২৫
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”। 
 
 
 
 
 
রবিবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালি আয়োজনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়ঘোপ ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
 
 
 
 
 
র্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা 
, 
 কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন প্রমুখ।  এতে আরও উপস্থিত ছিলেন,  উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী  ফরহাদ মিয়া এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা  মিজবাহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন। 
 
বক্তারা জানান, 
ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ের পাশাপাশি ২টি ইউনিয়ন ভূমি অফিস থেকেও সেবা প্রদান করা হচ্ছে। সেবাসমূহের মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান সরবরাহসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা। 
 
 
 
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
			 
						 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			