close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Tiếp theo

কুতুবদিয়া হাসপাতালে রোগীর ‍উপর হামলার ঘটনার ১৫ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

7 Lượt xem· 30/10/25
Nazrul Islam
Nazrul Islam
9 Người đăng ký
9
Trong Chính trị

⁣নিজস্ব প্রতিবেদক ॥ কুতুবদিয়া (কক্সবাজার)
কুতুবদিয়া সরকারি হাসপাতালে রোগীর উপর হামলার ঘটনায় ১৪ দিন অতিক্রম হলেও এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং মামলার বাদী পক্ষ অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া সরকারি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন হাসপাতালে ভর্তি এক রোগীর উপর একদল দুর্বৃত্ত প্রকাশ্যে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাটির পরপরই ভুক্তভোগীর পক্ষ থেকে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়।
তবে দুই সপ্তাহ পার হলেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও স্থানীয়রা। তারা অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় যুবদল নেতা হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযানে গড়িমসি করছে। বরং মামলার তদন্তকারী কর্মকর্তা বাদী পক্ষকে উল্টো ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী একাধিক স্থানীয় সংবাদকর্মীকে জানান, “আমরা ন্যায়বিচার চাই। কিন্তু এখন উল্টো আমাদের পরিবারকে হয়রানি করার চেষ্টা চলছে। হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে, অথচ পুলিশ নীরব।”
এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo