close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

কুমিল্লার পাচথুবীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উভয় পক্ষের সংবাদ সম্মেলন

5 ビュー· 14/07/25
Rabiul Alam
Rabiul Alam
3 加入者
3

⁣কুমিল্লার পাচথুবীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উভয় পক্ষের সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহার ও সমঝোতার আশ্বাস

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাচথুবী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় জ্বলা গ্রামে গত ১০ জুলাই ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫নং পাচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল হক, এডভোকেট মোঃ মনিরুল ইসলাম সোহেলসহ উভয় পক্ষের ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এডভোকেট মোঃ মনিরুল ইসলাম সোহেল বলেন, “গত ১০ জুলাই বড় জ্বলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটিকে বিকৃতভাবে তুলে ধরে কিছু স্বার্থান্বেষী মহল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে দেয়। বিশেষ করে বিএনপির নবগঠিত কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদকে জড়িয়ে যে বানোয়াট সংবাদ প্রচারিত হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি এখন উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগুচ্ছে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”

সংবাদ সম্মেলনে উভয় পক্ষই একমত হন যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলে একযোগে কাজ করবেন।

এটি স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিবেশে সৌহার্দ্যপূর্ণ সমঝোতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に