close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

التالي

কুড়িগ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু..

20,277 المشاهدات· 30/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 مشتركين
10

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আশা মনি (১১) ও সুমাইয়া (১১)। সুমাইয়া ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরও তাদের খোঁজ না মেলায় স্বজনরা খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে তারা পুকুরে ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

أظهر المزيد

 1 تعليقات sort   ترتيب حسب


Md Abu Nayem
Md Abu Nayem منذ 24 أيام

😪😪😪

0    0 الرد
أظهر المزيد

التالي