close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

⁣কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্ট্রারের রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধার....

10 Vues· 16/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Les abonnés
11
Dans Crime

১৬, আগস্ট ২০২৫
নাগেশ্বরী উপজেলার লেক সিটি নামে পরিচিত, হোলি কেয়ার ক্লিনিকের পিছনে গোরধার পার নদীতে কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছেন নাগেশ্বরী থানা পুলিশ




সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন( ৭০) ওরফে স্বপন প্রধানী, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ও বিত্তশালী ব্যক্তি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) ভোর ছয়টার দিকে সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।




নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।


জানা গেছে, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন।


বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক-এর একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন তিনি


স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে


প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে


এই হত্যাকাণ্ড নিয়ে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যাচ্ছে

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant