close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কর্ণফুলীতে সড়কে পশুর হাট, দুর্ভোগে যাত্রীরা
2
0
26 Görünümler·
05/06/25
İçinde
Ulusal
সরকারের নির্দেশনাকে বৃদ্ধা আঙুল দেখিয়ে চট্টগ্রামের কর্ণফুলীর মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে কোরবানির পশুর হাট বসানো হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার চলাচলকারী যাত্রীসাধারণের।
সরেজমিনে দেখা গেছে, বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট, কেইপিজেডের গেটসহ চট্টগ্রাম-কক্সবাজার, কর্ণফুলী টানেল সড়কের বিভিন্ন স্থানে বসেছে বৃহৎ পশুর হাট।
গরু-ছাগল নিয়ে সড়কের ওপর কেনাবেচা শুরু করায় এ সড়ক দিয়ে সব ধরনের যানচলাচলে ব্যাঘাত ঘটছে। ক্রেতা বিক্রেতার ভিড়ের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলের পর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় জমতে থাকে।
Daha fazla göster

iha durvug na anondo