ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আমিনুল ইসলাম সাকিল, ভোলা।
বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পেইনে মোট ৩৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট আখি তামান্না, এএমসি।
চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেন লেফটেন্যান্ট মোজাম্মেল হক। তিনি অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার এবং নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
জনসচেতনতামূলক এই সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।