ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
কোস্ট গার্ড প্রতিনিধির বক্তব্য
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা-এর নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন।
সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন কোং, সফল মৎস্য চাষি জাফর আলমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানো সম্ভব। এতে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
সভায় আরও উল্লেখ করা হয়, কুতুবদিয়া উপকূলের প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি সাগরের মৎস্য আহরণের সঙ্গে যুক্ত। সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুতা রোধ, জেলেদের নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা এবং মাছ ধরার ট্রলারগুলোকে প্রশাসনের সুনির্দিষ্ট নজরদারির আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুস সাকিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।