ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কক্সবাজার সৈকতে উড়োজাহাজে ফুটবল ছোড়ার ভিডিও ভাইরাল
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের বল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে দেখা যাচ্ছে। সৈকতের সুগন্ধা পয়েন্টের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে। 
 
 
১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন ওই তরুণ। ভিডিও দেখে মনে হচ্ছে বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে গেছে। 
 
 
তবে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। 
 
 
গোলাম মোর্তজা বলেন, ‘সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারাসহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে সতর্ক থাকা উচিত।’ 
 
 
এব্যাপারে ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মুকিত বলেন, ‘এধরনের ভিডিও আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে, ফুটবল পেলেই জব্দ করা হবে।’
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
			 
						 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			