কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
কাঠালিয়ায় 'কোকো স্মৃতি' ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সংঘর্ষ, আহত অন্তত ২০ জন
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ১১ই অক্টোবর, ২০২৫
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া বাঁশবুনিয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার (১১ই অক্টোবর) বিকেলে 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা শেষে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। খেলার ফল ও উত্তেজনাকে কেন্দ্র করে সৃষ্ট এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণ:
জানা যায়, বিকেল ৪টার পরে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হওয়ার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পক্ষ অন্য পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের লক্ষ্য করে উত্তেজিত মন্তব্য করতে থাকলে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন বাঁশ ও লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় এবং মাঠেই সংঘর্ষ শুরু হয়ে যায়।
তুমুল এই মারামারিতে উভয় দলের খেলোয়াড় ও দর্শক মিলিয়ে কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এত বড় একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এবং খেলা শেষে উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই ধরনের সংঘর্ষ খেলাধুলার সুস্থ পরিবেশ নষ্ট করছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
আয়োজক কমিটি দ্রুত ঘটনাটি মীমাংসার চেষ্টা করছে বলে জানা যায়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।