কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচরের মীরেরগাঁও গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মুদি দোকানির গণধোলাই দি
                     
                     2
                  
                  
                  
                  0
               
               
            
            226 विचारों·
                        19/04/25
         
                           
         
            
            में
            ज़िला समाचार                      
         জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামে কাজী বাড়ি মসজিদ সংলগ্ন মুদি দোকানদার হাবিবুল মিয়া ওরফে হাবুল্লা (৪৫) আজ আনুমানিক দুপুরের দিকে তারই প্রতিবেশী মোঃ আব্বাস মিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ১০ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা করে। 
 
 
মেয়েটি হাবুল্লার দোকানে আসলে সে জোর করে দোকানে ঢুকিয়ে দোকানের শাটার আটকিয়ে দেয়, পরে চিৎকারে শুনে লোকজন জড়ো হয়ে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী এবং হাবুল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 
 
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে সকল আইনি প্রকিয়া চলমান।
            और दिखाओ
         
      
             0 टिप्पणियाँ
            
				
					sort   इसके अनुसार क्रमबद्ध करें
				
				
        		
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
			 
						 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			