close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা, দিনাজপুরে খাদ্য উপদেষ্টা

9 ビュー· 20/08/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 加入者
4

স্টাফ রিপোর্টার, দিনাজপুর >
⁣খাদ্য বান্ধব কর্মসূচি সফল করতে দিনাজপুরে মত বিনিময় করেছেন অন্তবর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে গণ মাধ্যম কর্মীদের তিনি জানান, চাল শুধু মানুষ খায়না। গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগী এমনকি মাছ চাষেও চালের চাহিদা রয়েছে। দরকার কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে ভূতর্কি দেয়। কৃষি উপকরন চাষবাষে খরচ বেড়ে যাওয়ায় কৃষককে লাভবান করতে সরকার ধান কেনার সময় বাজার দরের চেয়ে কেজিতে ৪টাকা বেশী দিয়েছে। শতভাগ ক্রয় অভিযান সফল হয়েছে খাদ্য দপ্তরের।

তিনি আরো জানান, চলতি খাদ্য বান্ধব কর্মসূচি ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। কর্মসূচিতে সারাদেশে ৫৫ লাখ পরিবার টানা ৬ মাস ধরে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এর মধ্যে খাদ্য ভান্ডার বলে পরিচিত রংপুর বিভাগে ১০ লাখ পরিবার সুবিধার আওতায় আসবে। কর্মসূচি সুষ্ঠু এবং সফল ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন খাদ্য উপদেষ্টা।

এসময় তার কাছে 'কোন পক্ষের ভোটের আগে সংষ্কার আবার অন্যপক্ষ রাজনৈতিক দলের ভোটের পরে সংষ্কারের দাবির প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। ওই বিপরিতধর্মী দুই ধরনের ওই দাবির প্রেক্ষিতে অন্তবর্তী সরকার কোন পথ অবলম্বন করতে আগ্রহী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তিনি খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের দ্বায়িত্বে। এবিষয়ে তিনি কিছু বলবেন না।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক হাছনাত হুমায়ুন কবির ,রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, আঞ্চলিক রক্ষণা-বেক্ষণ প্রকৌশলী আরশাদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

###

もっと見せる

 0 コメント sort   並び替え


次に