close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Als nächstes

কামারখন্দে ৩১ দফার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা

19 Ansichten· 15/10/25
Juwel Hossain
Juwel Hossain
37 Abonnenten
37
Im Politik

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জামতৈল রোড এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জননেতা মির্জা মোস্তফা জামান।

কর্মসূচিতে মির্জা মোস্তফা জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি সেই জনগণের আশার প্রতীক— আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার।”

এ সময় নেতাকর্মীরা স্থানীয় বাজার, দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষ আগ্রহভরে লিফলেট গ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি সমর্থন জানান। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি, শ্লোগান ও উৎসাহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচির শেষে নেতারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সাবেক শহর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবনেতা ওলি ও হাবিব, এবং মহিলা দলের নেত্রী কলি।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা প্রতিজ্ঞা করেন— “যে কোনো বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে।”

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes