Hasta la próxima

জর্ডানে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

26 vistas· 10/09/25
Md Abu Rayhan
Md Abu Rayhan
1 Suscriptores
1

⁣জর্ডানে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জর্ডান বিএনপির সৌজন্যে, বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।

গত ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ছিল গৌরব,্ ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪৭ বছর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। ওইদিন দেশের সর্ব বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাটিহাটি পা পা করে ৪৭ বৎসরে পা রাখলেন (পদার্পণ) করলেন।

তারই আলোকে দলের নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মী হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান (বিএনপি)’র সভাপতি শাহ্ আলম প্রধান এর সভাপতিত্বে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয।

আলোচনা সভায় জর্ডান বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন এর সঞ্চালনায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মূকিব।

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়াল ভিডিও বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জর্ডান বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, জর্ডান বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, জর্ডান বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, এনামুল হক রাজীব প্রমূখ।

সভাপতির বক্তব্যে জর্ডান (বিএনপি)’র সভাপতি শাহ্ আলম প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ সবুজ শস্য শ্যামল সমৃদ্ধি অর্জন করেছিলেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও সুখী বাংলাদেশ গড়ে উঠবে। এছাড়া, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সব বাধা উপেক্ষা করে বিএনপির জয় নিয়ে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় জর্ডান বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ শফিক কাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, ইমরান খান, খাইরুল ইসলাম শান্ত, সোহেল চৌধুরী, মেহেদী হাসান সুরুজ, নাজমুল হোসেন কামাল, প্রচার সম্পাদক ইব্রাহীম মিয়া, সহ-প্রচার সম্পাদক আমজাদ হোসেন প্রমুখসহ জর্ডান বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Mostrar más

 2 Comentarios sort   Ordenar por


MD Seam Islam
MD Seam Islam 2 meses hace

G

0    0 Respuesta
Md Hamidul Islam
Md Hamidul Islam 2 meses hace

Y

1    0 Respuesta
Mostrar más

Hasta la próxima