close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

次に

ঝালকাঠিতে ধর্মীয় অবমাননার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

4 ビュー· 19/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 加入者
5

⁣ঝালকাঠি জেলার সদর উপজেলার সাচিলাপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দায়িত্বে থাকা শিক্ষক ঋতু রাণী, যিনি সনাতন ধর্মাবলম্বী, সম্প্রতি ক্লাসে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন এবং আল্লাহ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে, শিক্ষক ঋতু রাণী ক্লাসে বলেছেন, 'আল্লাহ বলতে কিছু নেই' এবং 'কুরআন মজিদ মানুষের লেখা'। এ ধরনের মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে গভীরভাবে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে তারা বিক্ষোভে ফেটে পড়ে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ঋতু রাণীর শাস্তির দাবি জানায় এবং স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি, এই ধরনের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করে।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনও নজরদারি করছে বলে জানা গেছে।

ধর্মীয় অবমাননার এই অভিযোগের প্রেক্ষিতে সমাজের বিভিন্ন স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। স্থানীয় ধর্মীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় সহনশীলতা ও সংবেদনশীলতার ওপর জোর দিচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা শিক্ষার মান এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধর্মীয় শিক্ষা ও সহনশীলতা সম্পর্কে শিক্ষার্থীদের আরও গভীরভাবে জানানো প্রয়োজন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে। শিক্ষার্থীরা আশা করছে, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に