هذا الفيديو غير متاح ، يجب عليك استئجار الفيديو لمشاهدته.

التالي

গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকা অপুর ভিডিও জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

2 المشاهدات· 0 اشترى· 14/08/25
HasanHadi
HasanHadi
مشتركين
0
في وطني


গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির মামলার অন্যতম প্রধান আসামি এবং জুলাই আগস্ট ষড়যন্ত্রের অন্যতম প্রধান‌ এক্টিভিস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপুর নিজের ধারণকৃত ভিডিও এটি। ভিডিওতে অপু বলছে.......

"শাম্মী আক্তারের জামাইয়ের সাথে এক কোটি টাকার নিচে কথাই বলতে নিষেধ করেছে যে ভাই, সেই ভাই হলো মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া!!! এরকম সকল ভাইয়েরা কোটি কোটি টাকার চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট ও দুর্নীতির সাথে জড়িত। গ্রেফতারকৃত রিয়াদ অপুকে বলেছে যে তার মতো সিনিয়র পজিশনে থাকলে এতদিনে সে নাকি ২০/৩০ কোটি টাকার মালিক হয়ে যেতো। তাহলে বুঝতে বাকি থাকেনা উপরের সারির নেতারা কেমনে কোটি কোটি টাকার মালিক হয়েছেন"

এখন আমার কথা হলো যে অপুর কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কঠোর বিচারের আওতায় আনা উচিত। আর যদি অপুর বক্তব্য বানোয়াট হয়ে থাকে, তাইলে একজন সম্মানিত উপদেষ্টাকে নিয়ে মিথ্যাচারের জন্য আমি এর তীব্র নিন্দা জানাই এবং অপুকে গ্রেফতারের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে বিচারের আওতায় নিয়ে আসার অনুরোধ করছি।

[#বিঃদঃ অপু মিথ্যাচার করে থাকলে কোনভাবেই যাতে বিচারের মাধ্যমে শাস্তি থেকে রেহাই না পায়, একজন সম্মানিত উপদেষ্টার সম্মান হানি করার অধিকার উনার নাই। তবে দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের গোটা একটি প্রজন্মকে চাঁদাবাজি দখলবাজি ধান্ধাবাজি টেন্ডারবাজি লুটপাট ও দুর্নীতির দিকে উৎসাহিত করে পড়ালেখায় অনুৎসাহিত করা হয়েছে।]


এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب

التالي