Suivant

গোয়াইনঘাটে পরিবেশ রক্ষায় রাতেও সংগ্রামে ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন

6,547 Vues· 01/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
3 Les abonnés
3

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে নদী ও পরিবেশ রক্ষায় একদল সেচ্ছাসেবী তরুণ নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। “নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন” ব্যানারে সংগঠিত এই সামাজিক উদ্যোগে দিনরাত মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন ছাত্রনেতা ও সংগঠনের সমন্বয়ক মো. আজমল।

প্রাকৃতিক সম্পদে ভরপুর গোয়াইনঘাট উপজেলার পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। বালু-পাথর উত্তোলনে অবৈধ কর্মকাণ্ড, নদী দখল, পাহাড় ধ্বংস ও বন উজাড়ের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি সরাসরি অভিযান পরিচালনা করছে এই সংগঠনটি।

বিশেষ করে রাতের আঁধারে যেসব চক্র নদী ও পরিবেশ ধ্বংসে লিপ্ত হয়, তাদের তথ্য সংগ্রহ ও প্রতিবাদে রাতেও মাঠে থাকেন আজমল ও তাঁর দল। পরিবেশ রক্ষায় ত্যাগ ও সাহসিকতার এই নজির স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তারা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজমল বলেন, “নদী ও পরিবেশ আমাদের অস্তিত্বের অংশ। একে বাঁচাতে হলে শুধু দিনে নয়, রাতেও পাহারা দিতে হয়। আমরা কেউ পেছনে সরে যাবো না, এই আন্দোলন চলবে গোয়াইনঘাটের প্রকৃতি রক্ষার স্বার্থে।”

গোয়াইনঘাটের সচেতন মহল মনে করেন, এই আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশার আলো।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant