הבא

গাজায় বর্বরোচিত হামলার বিরুদ্ধে নরসিংদী পলিটেকনিকে প্রতিবাদ কর্মসূচি

0 צפיות· 07/04/25
Narsingdi Alo
Narsingdi Alo
1 מנויים
1

নরসিংদী প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা ও শিশু সহ নিরীহ গাজাবাসীদের উপর চলমান গণহত্যার প্রতিবাদে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (তারিখ দিন) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং “গাজায় গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “নিরীহ শিশুদের রক্ষা করো”—এই ধরণের স্লোগান দেন।

বিক্ষোভে বক্তারা বলেন, গাজায় প্রতিদিন যেভাবে শিশু ও সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, মানবতার পক্ষেই এই প্রতিবাদ। গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ ও তাদের ন্যায্য অধিকারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়

#news #bd

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא