close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল -সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।

7 Vues· 08/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 Les abonnés
3
Dans Politique

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।

জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেল ৪ টার দিকে নগরীর টমছমব্রিজ মোড় থেকে শুরু হয়ে নগরের প্রধান সদক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। বক্তব্য রাখেন ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনিসহ ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহার ভাইয়ের মুক্তি নিয়ে তালবাহানা আর চলবে না। অনতিবিলম্বে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে এবং পাপেট ট্রাইবুনাল বাতিল করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. উসামাহ রাইয়ান বলেন, একটি সফল অভ্যুত্থানের নয় মাস পরে আমাদের আনন্দ মিছিল করার কথা ছিল অথচ আমরা আজও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল করতে হচ্ছে। অভ্যুত্থানের নয় মাস পরেও ফ্যাসিস্ট রেজিমের উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়নি। অভ্যুত্থানের এত মাস পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আজহার এখনো মুক্তি পায়নি। আমরা ইন্টেরিমকে বলতে চাই দ্রুত এটিএম আজহারকে মুক্তি সহ জুলাই গণহত্যার বিচারসহ সকল গণহত্যার বিচার করতে হবে। তা না হলে ছাত্রশিবির বসে থাকবে না।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant