Tiếp theo

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউক্যালিপটাস চারা বিক্রি চলছে প্রকাশ্যে, অজ্ঞাত প্রায় ৮০০-৮৫০ চারার মালিক

15 Lượt xem· 16/10/25
Md Mehedi Hasan
Md Mehedi Hasan
4 Người đăng ký
4

⁣দিনাজপুরের ঘোড়াঘাটে ইউক্যালিপটাস চারা বিক্রি চলছে প্রকাশ্যে, অজ্ঞাত প্রায় ৮০০-৮৫০ চারার মালিক







‎লোকেশন:- ঘোড়াঘাট উপজেলা, রানীগঞ্জ হাট, দিনাজপুর।



‎"দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে চলছে ইউক্যালিপটাস গাছ ও চারা বিক্রির অবাধ বাণিজ্য। বাজারের এক পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারার পিছনে লুকিয়ে রাখা হয়েছে ইউক্যালিপটাস চারা—যার পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন মহল বহুবার সতর্ক করেছে।"



‎গাছটির চারা বিক্রয় রোপন ও বংশবৃদ্ধিতে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা, সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলছে অবাধ বানিজ্য।



‎বাজারে আনুমানিক৯০০ থেকে হাজার গাছ মিললেও কেবল আনুমানিক ১৫০টি ইউক্যালিপটাস গাছের মালিকের সন্ধান মিলে, প্রায় ৮০০-৮৫০ চারার মালিকের খোঁজ মেলেনি।

‎হাট কর্তৃপক্ষ জানিয়েছেন—

‎"সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অনেক বিক্রেতা দ্রুত পালিয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম খুঁজে বের করতে।



‎এই পরিস্থিতি রোধে প্রশাসনের হস্তক্ষেপ ও হাট তদারকির প্রয়োজন অতিদ্রুত।
*ডিসক্রিপশন (Description):*
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে গোপনে চলছে ইউক্যালিপটাস গাছের চারার অবৈধ বিক্রি। হাটে আনুমানিক ৫০০-৭০০টি চারা বিক্রয়ের জন্য রাখা হলেও অধিকাংশ চারার মালিক অজানা। চারার পেছনে লুকিয়ে রয়েছে পরিবেশ ধ্বংসের আশঙ্কা।

হাট কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অনেকে চারা ফেলে পালিয়ে যায়। ইউক্যালিপটাস গাছ মাটির পানি শোষণ করে শুকিয়ে ফেলে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করে।

এমন একটি স্পষ্ট অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

#রানীগঞ্জহাট #ঘোড়াঘাট #ইউক্যালিপটাসচারা #অবৈধবিক্রি #পরিবেশবিনাশ #সরল_কথার_সাংবাদিক #environmentalissue #treeabuse #greenbangladesh #climatecrisis #savenature #ecoawareness #localnews #dinajpurnews #BangladeshEnvironment





Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo