close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

ধানের শীষের পক্ষে জনমত গড়তে মাঠে নেমেছেন মির্জা মোস্তফা জামান

5 意见· 20/08/25
Juwel Hossain
Juwel Hossain
28 订户
28
政治

⁣বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠে নেমেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় শহরের বড়বাজার ও এসএস রোড এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদার, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মো. শাহিন রেজা প্রমুখ।

এছাড়া আরও অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা হামিদ, জাকির হোসেন, জাসাস নেতা আরিফুল ইসলাম, জেলা শ্রমিক নেতা হানিফ, মো. বাবলু, মো. মাসুদ, যুবনেতা রিপন, অলি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা সর্বদা মাঠে থাকবেন। ধানের শীষে ভোট দিয়ে দেশকে মুক্ত করার আহ্বান জানান তারা।

显示更多

 0 注释 sort   排序方式


下一个