close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

ঢাকায় ভিপি নূরের সংবাদ সম্মেলনে হামলা, ক্ষোভ ছাত্র নেতাদের

3 Lượt xem· 31/08/25
Trong Chính trị

Dhaka: Attack on VP Nur’s event sparks outrage among student leaders


গত শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে ঢাকার গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিবৃতিতে জানান, সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে “পরিকল্পিতভাবে সশস্ত্র একটি গ্রুপ” সেখানে হামলা চালায়।
নাজমুল হাসান বলেন,

“শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ভিপি নূর ও উপস্থিত নেতাদের ওপর হামলা হয়েছে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

এদিকে সংগঠনটির অন্য নেতারা অভিযোগ করেছেন, হামলার মাধ্যমে তাদের “রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা” করা হচ্ছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo