Sljedeći

চার মাস পর মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ ও হত্যার মূল আসামি গ্রেফতার — এলাকাজুড়ে চাঞ্চল্য

34 Pogledi· 23/10/25
Md Hamidul Islam
Md Hamidul Islam
112 Pretplatnici
112

⁣পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় জান্নাতুল (৯) নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যার চার মাস পর মূল আসামি গ্রেফতার হয়েছে।
ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় জান্নাতুল অসুস্থ, পরে দাবি করে সাপে কেটেছে।
তার পরিবার বিষয়টি দুর্ঘটনা ভেবে দাফন সম্পন্ন করে।
তবে পোস্টমর্টেম শেষে নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জান্নাতুলের ধর্ষণের আলামত পাওয়ার খবর দেখে হতবাক হন তার বাবা।
এরপর তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ চার মাসেও পুলিশ আসামিকে ধরতে ব্যর্থ ছিল।
অবশেষে আদালতের নির্দেশে মাত্র ২০ ঘণ্টার মধ্যেই প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়।
গলাচিপা থানা পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে।
ঘটনাটি নতুন মোড় নেওয়ায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জান্নাতুলের পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন, এই নৃশংস হত্যার উপযুক্ত বিচার ও ফাঁসি হোক।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći