close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Следующий

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা

25 Просмотры· 14/04/25
Imran Hossain
Imran Hossain
3 Подписчики
3

⁣বাংলা নতুন বছরের প্রথম দিনে ১৪৩২ কে স্বাগত জানিয়ে সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা।

সোমবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়া চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) হাউজিং কলোনিতে।

বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ণিল বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার নজর কাড়তে, ঐতিহ্যবাহী লাঠিখেলা, জেলে, কামার কুমোর, লাঙ্গল-জোয়াল ও বিয়ের পালকি, রঙিন পোশাকের ঘোড়া, বাদ্যযন্ত্রের তালে, গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

এ সময় শোভাযাত্রাটি দেখতে রাস্তার দুধারে ভিড় করে উৎসুক জনতা। পরে শোভাযাত্রাটি সিইউএফএল হাউজিং কলোনি থেকে কারখানার গেটে গিয়ে শেষ হয়।

এরআগে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলীর অতিরিক্ত দায়িত্বে থাকা আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এদিকে দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий