close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Следующий

বরিশালের টেকের হাট বাজারে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

7 Просмотры· 08/04/25
Md Faysal
Md Faysal
Подписчики
0

বরিশাল জেলার হিজলা থানার মেমানিয়া ইউনিয়নের টেকের হাট বাজারে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শতাধিক বাসিন্দা এই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইজরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা “ইজরায়েল নিপাত যাক”, “ফিলিস্তিনের জনগণের পাশে আছি”—এমন নানা স্লোগানে মুখরিত করেন এলাকা। তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “আমরা এই অমানবিক হামলার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো।”

প্রতিবাদ মিছিলটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий