বর্তমান ঢাকার ব্যবহার অযোগ্য পানি এক নীরব ঘাতক
4
0
12 vistas·
27/04/25
En
Nacional
ঢাকা, বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র। প্রায় দুই কোটিরও বেশি মানুষের এই শহর প্রতিদিন আধুনিকতার নতুন নতুন উচ্চতায় পা রাখছে। কিন্তু এই অগ্রগতির আড়ালে একটি ভয়াবহ নীরব সংকট দিনদিন প্রকট হয়ে উঠছে — বিশুদ্ধ পানির অভাব। ব্যবহার অযোগ্য, দূষিত পানি আজ ঢাকাবাসীর জীবনে নীরব ঘাতকের ভূমিকা পালন করছে।
শুদ্ধ পানির প্রাপ্যতা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক মানবাধিকার। কিন্তু বাস্তবতা হলো, ঢাকার বেশিরভাগ বাসিন্দাই বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকায় সরবরাহকৃত পানির অনেকাংশই মাত্রাতিরিক্ত আয়রন, আর্সেনিক, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থে দূষিত। বিশেষ করে পুরান ঢাকা, জুরাইন, মুগদা, মিরপুর ও বাসাবো এলাকার মানুষ প্রতিনিয়ত ব্যবহার করছেন এমন পানি, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
Mostrar más
0 Comentarios
sort Ordenar por