close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

下一个

⁣বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তনে শোকরানা দোয়া মোনাজাত অনুষ্ঠিত

8 意见· 08/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 订户
3
政治

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তনে কোরান খতম শোকরানা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর।

বুধবার বাদ আসর ঐতিহাসিক টাউনহল ময়দানে এই শোকরানা দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান আমিরসহ ওলামাদলের নেতৃবৃন্দ।

显示更多

 0 注释 sort   排序方式


下一个