ভাঙা ঘরে মানবেতর জীবন | গলাচিপার অসহায় পিয়ারা বেগমের গল্প
1
0
4 意见·
24/01/26
在
区域新闻
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিয়ারা বেগম (৪২) চার সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। বেড়িবাঁধ সংস্কারের সময় ঘরবাড়ি ভেঙে যাওয়ার পর তিনি আশ্রয় নিয়েছেন একটি জরাজীর্ণ শালঘরে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে স্পিডবোটে কাজ করে মাসে মাত্র ৪ হাজার টাকা আয় করেন। সরকারি বিধবা ভাতা ও বয়স্ক ভাতাই এখন তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা।
এই ভিডিওতে তুলে ধরা হয়েছে একজন অসহায় মায়ের জীবনসংগ্রাম, নিরাপদ আশ্রয়ের অভাব এবং সহযোগিতার আকুতি। মানবিক সহায়তা পেলে পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
👉 আপনার সামান্য সহযোগিতাই পারে একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।
👉 ভিডিওটি শেয়ার করে মানবিক বার্তা ছড়িয়ে দিন।
显示更多
0 注释
sort 排序方式
