- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
বেতাগী সরকারি কলেজে তুচ্ছ ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, আহত একাধিক; ছাত্রদল সভাপতির অভিযোগ বহিরাগতদের দিকে
বেতাগী (বরগুনা): বরগুনার বেতাগী সরকারি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্লাস ও কলেজ বাসে বসা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট এই ঝগড়া একপর্যায়ে কলেজে ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংগঠনের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সূত্রপাত:
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ক্লাস ও বাসে আসন গ্রহণ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এই বিবাদের জের ধরে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় মারামারির চেষ্টা করলে কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আনতে বলেন। তবে এরপরেও উত্তেজনা না কমে উল্টো কলেজ ক্যাম্পাসে তা সংঘর্ষে রূপ নেয়।
দফায় দফায় সংঘর্ষ:
প্রাথমিক ঝগড়ার পর ক্যাম্পাসের ভেতরে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ ছাত্রদলের নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
প্রশাসনের তৎপরতা ও বর্তমান অবস্থা:
খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে প্রশাসন দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে এবং ক্যাম্পাসে উত্তেজনা প্রশমিত হয়েছে।
ছাত্রদল সভাপতির অভিযোগ ও গুঞ্জন:
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলেজ ছাত্রদলের সভাপতি। তিনি অভিযোগ করেন, "নিষিদ্ধ ঘোষিত (আওয়ামী লীগের) বহিরাগত লোকজন কলেজ ক্যাম্পাসে মব সৃষ্টি করার চেষ্টা করেছে।"
অন্যদিকে, স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে যে, কলেজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরাই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।
প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
