কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বাজিতপুরে দিনে-দুপুরে ৩০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য চন্দ্রগ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। দিনে-দুপুরে প্রায় ৩০০ ফলন্ত কলাগাছ ও অসংখ্য কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষায়—এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
পূর্ব চন্দ্রগ্রামের খবিরুল্লাহ শিশু মিয়া জানান, পরিকল্পিতভাবে তার কলাবাগান ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদদের মতে, জমি নিয়ে মামলা থাকলেও আদালতের রায়ের আগে ফলন্ত গাছ কেটে ফেলা নিন্দনীয় ও আইনবিরোধী। এমন কর্মকাণ্ড শুধু মালিকের আর্থিক ক্ষতি নয়, পুরো পরিবেশের জন্য হুমকি।
তাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। সচেতন মহল সতর্ক করেছে—প্রশাসন যদি এটিকে তুচ্ছ ঘটনা ভেবে এড়িয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও এমন পরিবেশবিধ্বংসী ঘটনা ঘটতে পারে।
এ নিয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেনকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কি এসব নিয়ে বসে থাকি থানায়।