আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে অভয়নগরে বিএনপি শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভা
অভয়নগর, যশোর:
মহান ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, অভয়নগর নোয়াপাড়া শিল্পাঞ্চল শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন স্থান ঘুরে র্যালিটি শেষ হয় স্থানীয় একটি মিলনায়তনে, যেখানে অনুষ্ঠিত হয় শ্রমিকদের অধিকার, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি গুরুত্ববহ আলোচনা সভা।
বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের নিরাপত্তা, মজুরি বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে সরকারের পাশাপাশি মালিক পক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি।”
আয়োজক সংগঠন আন্তর্জাতিক শ্রম দিবসের চেতনাকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল শ্রমজীবী মানুষের মঙ্গল কামনা করা হয়।