close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

التالي

আমরাইদ বাজারের ঝাল মুড়ি: কাপাসিয়ার ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে"

4,691 المشاهدات· 25/08/25
Towfiq Sultan
في

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারের ঝাল মুড়ি বর্তমানে স্থানীয় ও অনলাইনে সমান জনপ্রিয়। মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, ধনেপাতা, সরিষার তেল, চানাচুর ও বাদামের ঝাল-টক-মশলাদার মিশ্রণে তৈরি এই খাবার এখন বাজারের অন্যতম আকর্ষণ।

এখানকার ঝাল মুড়ির দাম ৫০ টাকা থেকে শুরু, যা স্থানীয় মানুষের কাছে কিছুটা দামি হলেও স্বাদের জন্য ক্রেতাদের কাছে অত্যন্ত প্রিয়।

শুধু স্থানীয় নয়, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ঝাল মুড়ির জনপ্রিয়তা এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। টিকটক, ফেসবুক ও ইউটিউবে নিয়মিত অসংখ্য ভিডিও ও রিল আপলোড হচ্ছে, যেখানে বিক্রেতাদের হাতের জাদু ও বিশেষ মশলার মিশ্রণ সবার নজর কাড়ছে।

বিক্রেতাদের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক ঝাল মুড়ি কিনতে ভিড় জমান। ছাত্র-যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ—সবার কাছেই এটি আড্ডা ও গল্পগুজবের সঙ্গী হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষায়—“আমরাইদ বাজার মানেই ঝাল মুড়ি।

أظهر المزيد

 1 تعليقات sort   ترتيب حسب


Nikson Ahammed Shuvo
Nikson Ahammed Shuvo منذ 1 يوم

Joss

0    0 الرد
أظهر المزيد

التالي