close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

কুতুবদিয়া হাসপাতালে হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

5 بازدیدها· 30/10/25
Nazrul Islam
Nazrul Islam
9 مشترکین
9
که در سیاست

⁣নিজস্ব প্রতিবেদক ॥ কুতুবদিয়া (কক্সবাজার)
কুতুবদিয়া সরকারি হাসপাতালে রোগীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতার না হওয়া এবং উল্টো বাদী পক্ষকে হুমকি-হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার রোগীর পরিবার লিখিত বক্তব্যে বলেন, ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একদল সন্ত্রাসী প্রকাশ্যে হামলা চালিয়ে তাদের স্বজনকে কুপিয়ে গুরুতর জখম করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হলেও দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো আসামীকে পুলিশ গ্রেফতার করেনি। বরং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে উল্টো নানাভাবে হুমকি দিচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা স্থানীয় যুবদল নেতা হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি মামলার তদন্তকারী কর্মকর্তাও বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, “আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হবো।”
এ সময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی