close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

次に

দিনাজপুরে অচ্ছল সীমান্তবাসিদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরন ফ্রী চিকিৎসা ক্যাম্প

25 ビュー· 29/11/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 加入者
4

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বিজিবি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত নিরাপত্তাই নিশ্চিত করেনা এবং সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ শনিবার সকালে দিনাজপুরের বিরলের সীমান্ত ঘেষা দক্ষিণ মেড়াগাঁও গ্রামে সহস্রাধিক দুঃস্হ অসহায় দরিদ্র পরিবারের নারী পুরুষ শিশুর মাঝে শীত নিবারনী কম্বলসহ তৈরি পোষাক বিতরন করেছে বিজিবির ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।এসময় উপস্হিত ছিলেন আয়োজক বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক ( পরিচালক) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্যরা।
শীত বস্ত্র বিতরন ছাড়াও ফ্রী চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে স্বাস্হ্য পরীক্ষা শেষে ব্যবস্হপত্রসহ কিছু ঔষধ বিতরন করেছেন তারা।
বিজিবি'র ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেছেন সীমান্তে অপরাধী প্রতিরোধে জন কল্যানে সামাজিক কর্মকান্ড চালাচ্ছেন তারা।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত মহড়াসহ পুরো প্রস্তুতি গ্রহন করেছে বিজিবি। অর্পিত দ্বায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি।
###

もっと見せる

 0 コメント sort   並び替え


次に