Suivant

ভালুকার সিডস্টোর বাজারে ফিলিস্তিনের পক্ষে হাজারো জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত

6 Vues· 07/04/25
ইমন সরকার
0
Dans

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি

ভালুকার সিডস্টোর বাজারে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত। যোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আশপাশের এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে ছিল “Free Palestine”, “Boycott Israel” সহ বিভিন্ন মানবিক বার্তা সংবলিত প্ল্যাকার্ড। শেষে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য অশ্রুসিক্ত বিশেষ মোনাজাত করা হয়। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে এই মানবিক উদ্যোগ।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant