বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১২/১২/২০২৪ ০৮:৪৮পি এম

শীতের আগমনী বার্তা: এ বছর কেমন হবে শীতকাল?

শীতের আগমনী বার্তা: এ বছর কেমন হবে শীতকাল?
শীতের আমেজ ঢাকার বুকে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। অফিসগামী মানুষের পোশাক এবং হালকা জ্যাকেটের আধিক্য বলছে, শহরে শীতের প্রকোপ বাড়ছে। তবে উত্তরের জেলা রংপুর ও রাজশাহীতে শীতের উপস্থিতি অনেক আগে থেকেই জোরালো।

ফারিহা জাহান, ঢাকার এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মী, বলেন, “আজই প্রথম মনে হলো শীতকাল আসছে, জ্যাকেট পরে বের হয়েছি।” ডিসেম্বরের মাঝামাঝি এসে ঢাকায় শীতের এমন অনুভূতি স্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ঢাকার তাপমাত্রা নেমেছে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরাঞ্চলের কিছু এলাকায় এটি ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নেমেছে।

এ বছরের শীতের পূর্বাভাস
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানালেন, তাপমাত্রা সামনে আরও নামবে এবং বছরের শেষ দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১২টি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে তিনটি থেকে আটটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে।

শীতের সাথে কুয়াশার মেলা এবার ভালোই জমবে। আজ সকালেও ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। শাহনাজ সুলতানার মতে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা বেশি হচ্ছে, যা সূর্যের দেখা পাওয়া কঠিন করে তুলছে। তবে বেলা বাড়লে কুয়াশা কাটবে, ততক্ষণে শীতের অনুভূতি আরও তীব্র হবে।

শীতের প্রস্তুতি
এবারের শীত বেশ ভালো মাত্রার হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। শীতের কাপড় প্রস্তুত রাখতে এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব আরও তীব্র হতে পারে।

এই শীতের গল্প যেন শুধু ঠাণ্ডা অনুভবের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং উষ্ণতার গল্প তৈরি হোক আমাদের একে অপরের পাশে থাকার মাধ্যমে।

তাহলে এ বছরের শীত আপনার জন্য কেমন হতে চলেছে? তা সময়ই বলে দেবে!

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ