চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজে বিজিবি মোতায়েন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে চিকিৎসকদের ওপর হামলার পর রোববার ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেন। প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।