Bir sonraki

টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২।

1 Görünümler· 14/07/25
İçinde İlçe Haberleri

⁣টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২।


⁣১২ই জুলাই শনিবার বিকেল ৫:৪০ মিনিটে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বানিয়ারচর নামক স্থানে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে আসা মাইক্রোবাস এবং টেকেরহাটের দিক থেকে আসা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ভুল সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সরাসরি সংঘর্ষ হয়।
আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত, তাদের আঘাত গুরুতর নয়।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki