Suivant

সুনামগঞ্জে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন ও মানববন্ধন অনুষ্ঠিত

5,459 Vues· 08/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 Les abonnés
10
Dans Politique

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিভিল সুনামগঞ্জ সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা ৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করে।

এসময় স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিঞ্জান) সংযোগ ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি সারাদেশে পালন করা হচ্ছে। দাবিগুলো দ্রæত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বরে থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষনা দেন তারা।২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতে কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠন উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant