close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

次に

সিরাজগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

2,854 ビュー· 06/08/25
Juwel Hossain
Juwel Hossain
37 加入者
37

⁣বৃষ্টি থেমে নেই, কিন্তু থামেনি মানুষের ঢল। ৬ আগস্ট (বুধবার) বিকেলে সিরাজগঞ্জের ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর যেন পরিণত হয়েছিল বিজয়ের মিছিলে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজন করে বিশাল সমাবেশ ও বিজয় মিছিল।

প্রচণ্ড বৃষ্টির মাঝেও হাজারো নেতাকর্মী হাতে পতাকা, কণ্ঠে স্লোগান নিয়ে উপস্থিত হন। তাদের দৃঢ় পদক্ষেপে যেন স্পষ্ট হয়ে ওঠে—গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন এখনও জীবন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। তিনি স্মৃতিচারণ করে বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী ঘটনা। ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজ সেই বিজয়ের বর্ষপূর্তিতে আমরা নতুন করে শপথ নিচ্ছি—গণতন্ত্রের স্বপ্ন পূরণ করব।”

এ দিনের সমাবেশে বিশেষ নজর কাড়েন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি শুধু উপস্থিত ছিলেন না, বরং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করে সমাবেশকে সফল করেন। আলোচনায় তিনি বলেন,
“জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মাঠে থাকতে হবে। আমরা একসাথে থাকলে বিজয় আমাদের হবেই।”

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, জামানের এই ত্যাগী নেতৃত্বই স্থানীয় পর্যায়ে আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

আলোচনা সভা শেষে শুরু হয় বিজয় মিছিল। জেলা বিএনপি সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টি ভিজে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা পৌর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ শেষ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “মানুষ বিএনপিকে ভালোবাসে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতায় আনবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনকে আরও বেগবান করার শপথ নেন নেতাকর্মীরা।

এই দিনটি শুধু বর্ষপূর্তি নয়, বরং গণতন্ত্রের স্বপ্নকে পুনর্জাগরণের দিন হয়ে উঠেছিল। বৃষ্টি সেদিনও নেমেছিল, কিন্তু মানুষের আগ্রহ, উদ্দীপনা ও ঐক্যকে থামাতে পারেনি।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に