কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
শেরপুরে নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত
নদীর দুপাশে দর্শনার্থীদের ভীরে তিল ধারণের জায়গা নেই। মেলায় আসার পূর্বেই বিভিন্ন ধরণের অটো, সিএনজি ও মোটরসাইকেলের জ্যাম প্রায় ১ কিলোমিটার পর্যন্ত। বগুড়ার শেরপুর সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া প্রবাহিত বাঙ্গালী নদীতে নৌকা বাইচের মেলা দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৯ অগাস্ট) নৌকা বাইচের মেলায় চারটি নৌকার মধ্যে বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকার নাম পাগলা বাবা ও নয়নের মনি বিজয়ী হয়েছে। আশেপাশের গ্রামগুলোতে প্রত্যেক বাড়িতে ঝি জামাই এসে উৎসব করছে। এখানে খাবার হোটেল, মিষ্টির দোকান, মাছ, মাংসের দোকান সহ কসমেটিক্স দোকানের পসরা সাজিয়েছে। মেলা কমিটির একজন সদস্য সুঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত শাহ আলম জুয়েল বলেন, বিগত সরকারের অব্যবস্থার কারণে মেলা হয়নি। প্রায় ১২ বছর পরে সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সাহেবের সহযোগীতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়রা কর্তৃপক্ষদের প্রতি এই মেলা প্রত্যেক বছর করার দাবী জানিয়েছেন।