স্বৈরাচারের দোষরদের কেউ রক্ষা করবেনা, দিনাজপুর ডাঃ জাহিদ
0
0
5,200 Vues·
30/07/25
Dans
Politique
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বিএনপির স্হায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষ চেয়ে চেয়ে দেখবে ওই দিন শেষ হয়ে গেছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোষরদের খোলক থেকে বেরিয়ে জনগনের কাতারে দাড়ানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন,দেশের প্রতি দ্বায়িত্বশীল আচরন করুন, সেটি করলে জনগন ক্ষমা করে দেবে। ব্যর্তয় ঘটানোর চেষ্টা করলে কেউ রক্ষা করবেনা বলে সতর্ক করেছেন তিনি।
আজ বুধবার দিনাজপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত যুবদলের নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এতে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ।
Montre plus
0 commentaires
sort Trier par