close
লাইক দিন পয়েন্ট জিতুন!
দিনাজপুর বিরলে সাপের আতঙ্ক
0
0
9 ভিউ·
20/09/25
ভিতরে
জেলার খবর
দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর ঠাটারিপাড়া গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম দাড়িয়া নামের এক ভ্যানচালকের নিজ বসতঘরে হঠাৎ পাওয়া যায় মাছুয়া আলাদ সাপের ২১টি বাচ্চা ও একটি বড় সাপ। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
গ্রামবাসীরা জানান, বসতবাড়ির ভেতর হঠাৎ সাপের আবির্ভাব জনমনে ভয়ের সৃষ্টি করেছে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার
