close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Sljedeći

দিনাজপুর বিরলে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

3 Pogledi· 30/09/25
Abu Rayhan
Abu Rayhan
Pretplatnici
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জন্য এক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, “বিগত ১৫ বছর দেশে যে নির্বাচন হয়েছে তা ছিল শুধুই প্রহসন। জনগণ আর সেই প্রহসনের নির্বাচন চায় না।” তারা আরও জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর (Proportional Representation) পদ্ধতিতে করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক।

কর্মশালায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দায়িত্বশীল কর্মী উপস্থিত ছিলেন।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći